বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত স্নাতক (সম্মান) স্নাতকোত্তর পর্যায়ের ২৭টি বেসরকারী কলেজের শিক্ষকদের প্রচলিত জনবল কাঠামোতে অন্তর্ভুক্ত ও কলেজগুলোকে এমপিও ভুক্তি করার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রবিবার বেলা ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা দাবি করে বলেন, ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে এমপিওভুক্তির জন্য মাত্র একশ’ চার কোটি ৯০ লাখ টাকা প্রয়োজন। তাই বর্তমান শিক্ষা বাজেটের উদ্বৃত অংশ থেকে একটি সুষ্ঠ নীতিমালার মাধ্যমে অর্নাস-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্ত করা হোক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেসরকারী অর্নাস-মাস্টার্স শিক্ষক পরিষদের বরিশাল বিভাগের আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান মনি।
সংবাদ সম্মেলনে এসব শিক্ষকরা দ্রুত এমপিওভুক্ত করে তাদের জীবনের নিশ্চয়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা সভাপতি মোঃ ইউনুস শরীফ, সাধারণ সম্পাদক রমজান আলী নয়ন, মৃত্তিকা দাস, নুসরাত রুমানা, মিজানুর রহমান, মোয়াজ্জেম হোসেন প্রমুখ।