রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া জেলার আগৈলঝাড়া উপজেলা সদরের আল জামিয়াতুল নাফিজিয়া আল ইসলামিয়া মার্কাস মাদ্রাসার ছাত্র ইয়ামিন মৃধার সন্ধান গত ২০ দিনেও মেলেনি।
ওই মাদ্রাসায় ষষ্ট জামাতের ছাত্র ইয়ামিন মৃধা (১২) উপজেলার গৈলা ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামের আবদুল কাদের মৃধার পুত্র। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় সাধারন ডায়েরীও করা হয়েছে। থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, নিখোঁজ ছাত্রের সন্ধান পেতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।