বরগুনার শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যাকান্ডের সুষ্ঠ বিচার ও বরিশাল নগরীতে শিশু ধর্ষনের বিচারের দাবিতে রবিবার বেলা ১১টায় নগরীর অশি^নী কুমার টাউন হলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিক সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সাংগঠনিক সম্পাদক নিলিমা জাহান, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রফ্রন্টের আহ্বায়ক হাসিবুল ইসলাম, সংগঠক ইমাম হাসান, জেলা সদস্য ইলিয়াস ইরান, মতিউর রহমান রিমন, শুশান্ত সুকু, শ্রমিক ফ্রন্টের সদস্য মোঃ রুবেল হাওলাদার প্রমুখ।
বক্তারা অনতিবিলম্বে রিফাতের হত্যাকারীদের গ্রেফতারপূর্বক ফাঁসি ও নগরীর রসুলপুরের এক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষনকারী গ্রেফতারকৃত বারেক হাওলাদারের দৃষ্টান্তমূলক বিচারের দাবী করেন। সবশেষে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।