রংপুরে কন্যাকে হত্যা করে গোয়াল ঘরে মাটি চাপা দিয়ে রাখার অভিযোগ প্রমানিত হওয়ায় পিতা ও মাতার যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। রোববার দুপুরে রংপুরের স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক হাসান তারেক এই আদেশ দেন।
স্পেশাল জজ আদালতের পাবলিক প্রসিকিউটার জয়নাল আবেদীন অরেঞ্জ সরকার জানান, ২০০৮ সালের ৪ আগস্ট রংপুরের বদরগঞ্জের কালুদারিপাড়ায় পারিবারিক বিরোধের জেরে নিজ কন্যা মোমেনা (২৭) হত্যা করে গোয়াল ঘরে মাটির নীচে পুঁতে রাখে পিতা আনছার আলী ও মা ছকিনা বেগম। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে হত্যা মামলা রেকর্ড করে। এই মামলা (নং-দায়রা ৪৫৩/৮) চার্জশিট দেয়ার পর দীর্ঘ ১১ বছর শুনানী শেষে রোববার রংপুর স্পেশাল জজ আদালত রায় প্রদান করেন। রায়ে বিচারক কন্যা হত্যার দায় প্রমান হওয়ায় ওই পিতা ও মাতাকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন। আসামিরা জামিনে থাকলেও হাজিরা না দেয়ায় তাদের অনুপস্থিতিতেই এই আদেশ দেন বিচারক।
রায়ের ব্যাপারে বিবাদীর আইনজীবী আরিফুল ইসলাম জানান, আমরা রায়ের ব্যপারে উচ্চ আদালতে আপীল করবো। কারণ আমরা ন্যয় বিচার বঞ্ছিত হয়েছি।