30.06.19.jpg) 
		
	রংপুরে নতুন ঠিকানায় আ্ই এফ আ্ই সি ব্যাংক উদ্বোধন করেন। গতকাল রবিবার দুপুরে রংপুরের দেওয়ান বাড়ি থেকে জাহাজ কোম্পানি মোড় এলাকায় ইত্তেফাক টাওয়ারে আই এফ আই সি ব্যাংক স্থানান্তর করা হয়। এ সময় রংপুরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আই এফ আই সি ব্যাংক সারাদেশের মানুষের সহযোগিতা করছে। রংপুর বাসী ও ব্যবসায়ীদের বিভিন্ন ভাবে অর্থ দিয়ে যে সহযোগিতা করছে এর জন্য ব্যাংক কতৃপক্ষকে ধন্যবাদ জানাই।
মেয়র মোস্তফা আরও বলেন, রংপুর এখন উন্নয়নের দিক থেকে এগিয়ে তার জন্য সারাদেশে এ ব্যাংক মানুষের যে,কাজ করে যাচ্ছে আর সহযোগিতা করছে সাধারন ব্যবসায়ীরা অনেক খুশি।
রংপুর আ্ই এফ আ্ই সি ব্যাংক এর ঢাকা অফিসের এসএমি ম্যানেজার এ টি এম রাজিউর রহমান বলেন,১০টাকায় এ ব্যাংকে হিসাব নম্বর খোলা যায়।আমরা সব সময় সাধারন মানুষের সহযোগিতা করে আসছি।রংপুরসহ সারাদেশে ছোট বুথ খোলা হচ্ছে।এতে করে মানুষের উপকার হবে।রংপুর আ্ই এফ আ্ই সি ব্যাংক রংপুর শাখা ম্যানেজার মো:কামাল হুসাইনসহ ব্যবসায়ীরা।