বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর হবিবুল্লা বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর স্কুল পড়-য়া ছাত্রী আশা বানু (১৫) অপহরনের ২২ দিন পর রবিবার সকালে আদমদীঘি থানা পুলিশ দুপচাঁচিয়া সদর দীঘির পাড়া এলাকা থেকে উদ্ধার করে মেডিক্যাল পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে পাঠায়।
উল্লেখ্য, আদমদীঘির ধনতলা গ্রামের নুর ইসলাম ওরফে বাবুর মেয়ে নশরতপুর হবিবুল্লা বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর স্কুল পড়-য়া ছাত্রী আশা বানু বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার কোঁচকুড়ি গ্রামের ফিরোজ হোসেন ওই ছাত্রী কে প্রায় বিরক্ত সহ প্রেম নিবেদন করে আসছিল। ছাত্রী প্রেম প্রত্যাক্ষান করে তার পরিবারের লোকজন কে জানালে তার পরিবার ফিরোজ হোসেনের পরিবার কে বিষয় টি জানায়। এর ধারাবাহিকতায় ফিরোজ ক্ষিপ্ত হয়। গত ৮ জুন সকাল সাড়ে ৯ টায় আশা বানু স্কুলে যাওয়ার পথে স্কুলের সামনের রাস্তার উপর পৌঁছা মাত্রই ফিরোজ ও তার সহযোগীতারা স্কুল ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্বক অপহরণ করে সিএনজি যোগে পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত ২০ জুলাই আদমদীঘি থানায় অপহরণ ও সহযোগীতায় করার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফজলুল হক অপহৃতাকে উদ্ধারের কথা নিশ্চিত করেন।