
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত
মামলার ২য় দফা সাক্ষ্যগ্রহন চলছে। সকাল সাড়ে ১১টায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিনসহ ১৬ আসামিকে ফেনীর নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এর আদালতে হাজির করা হয়।
এর আগে মামলার বাদী নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান, নুসরাতের বান্ধবী সুলতানা নিশাত ও নাসরিন সুলতানা ফুর্তি সাক্ষ্য প্রদানের জন্য আদালতে হাজির হন।
গত ২০ জুন অভিযোগ ঘঠনের পর ২৭ জুন বৃহস্পতিবার প্রথম দফা সাক্ষ্যগ্রহণ শুরু হয়।এসময় ৯২ জন সাক্ষীর মধ্যে প্রথমে সাক্ষ্য দেন নুসরাতের ভাই, মামলার বাদী মাহমুদুল হাসান নোমান। তবে মামলার ১৬ আসামীর মধ্যে ৯ আসামীর আইনজীবীরা বাদিকে জেরা করতে গিয়ে সময় শেষ হয়ে যায়।পরে আদালত আবার ৩০ জুন স্বাক্ষ্যগ্রহণ ও জেরার জন্য সময় নির্ধারণ করেছিলেন।
বাদীপক্ষের আইনজীবী এম শাহজাহান সাজু বলেন, ১৮০ দিনের মধ্যে মামলাটির বিচার কাজ শেষ করার
বাধ্যবাধকতা রয়েছে।ফলে আশা করা যাচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যেই আলোচিত এ হত্যাকা-ের বিচার সম্পন্ন হবে।