ইয়াবাসহ মাদক বিক্রেতা ইউপি সদস্য রায়হান হোসেন বেপারী ও তার সহযোগি ওমর ফারুক রাকিবকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইউপি সদস্য রায়হান জেলার গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের নাঠৈ গ্রামের আবদুল হক বেপারী পুত্র ও চাঁদশী ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য। গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ শনিবার দক্ষিণ নাঠৈ গ্রামের ছালাম খলিফার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ১০পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা ইউপি সদস্য রায়হান হোসেন বেপারী ও ১১পিস ইয়াবাসহ তার (রায়হান) সহযোগি ওমর ফারুক রাকিবকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানার এসআই আবুল বাশার মোল্লা বাদি হয়ে আটককৃত দুইজনসহ চারজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।