আমরা হরহামেশাই স্কুল শিক্ষার্থী, অবসরপ্রাপ্ত শিক্ষক কিংবা উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদায় সংবর্ধনার আয়োজন জাঁকজমক ভাবে পালন করতে দেখি থাকি। কিন্তু গত টানা ১১ বছর রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ¦ ওমর ফারুক চৌধুরী একান্ত নিজ উদ্যোগে আল্লাহ ভিরু পবিত্র হজ¦ গমেনেচ্ছুক যাত্রীদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও হজে¦র পোষাক বিতরণের মত মহতি আয়োজন করে আসছেন।
সারা বাংলাদেশের ৩০০ এমপির মধ্যে তিনি ব্যাতিত আর কোন এমপি এমন আয়োজনের নজির নেই বলে উপজেলায় কর্মরত বিভিœন দপ্তরের কর্মকর্তরা মন্তব্য করেন।
২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সাল হতে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এই সংবর্ধনার আয়োজন করে এলাকায় সুনাম কুড়িয়েছেন। সেই ধারাবাহিকতায় রোববার (৩০ জুন-২০১৯) গোদাগাড়ী উপজেলা প্রশাসেনর আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ২০১৯ সালের ২৫০ জন পুরুষ ও মহিলা হজ¦ যাত্রীদের বিদায় সংবর্ধনা, দোয়ামাহফিল ও হজে¦র পোষাক বিতরণ করেছেন এমপি ওমর ফারুক চৌধুরী।
প্রধান অতিথি থেকে সংবর্ধনা অনুষ্ঠানে পোষাক বিতরণ অনুষ্ঠানে এমপি ওমর ফারুক চৌধুরী বলেন, আল্লাহপাক আমাকে সদিচ্ছা দিয়েছেন আল্লাহর ঘর যারা হিজরত করবেন তাদের সংবর্ধনা প্রদান করার। আমি সমাজের লোক ও সারা বাংলাদেশর অন্য এমপিদের বলতে চাই তারাও যেন আল্লাহর নেক আমলের উদ্দেশ্যে যারা হজ¦ করতে যাবে তাদের সেবা ও সংবর্ধনা প্রদান করুন। জননেত্রী শেখ হাসিনা ইসলামের জন্য অনেক কিছুই করেছেন। তার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই কাজ করার জন্য পথ দেখিয়ে গেছেন। দেশের প্রতিটি উপজেলায় ২০-২৫ কোটি টাকা ব্যায়ে মডেল মসজিদ তৈরী হবে। সেখানে ইসলাম গবেষণা হবে এমন কাজ বিএনপি-জামায়াত মুখে ইসলামের রাজনীতি করলেও তারা ইসলামের জন্য কিছুই করিনি। শেখ হাসিনা যেহেতু আমাদের মাথার উপরে আছে তিনি ভাল কাজ করছেন সেই জন্যই হয়তো আমরাও ভালো কাজের জন্য অনুপ্রেরণা পাচ্ছি। তিনি সকল মুসলিশ ভাইদের জন্য দোয়া কামানা করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইমরানুল হক বলেন,আমি দেশের বিভিন্ন জায়গায় চাকুরী করেছি কিন্তু দেশের কোথাও কোন এমপি মন্ত্রী এমন আয়োজন করেছেন বলে জানানেই। এমপি ফারুক চৌধুরীর হজ¦ গমেনেচ্ছুকদের সংবর্ধণা ও হজে¦র পোষাক বিতরণ কে দৃষ্ঠান্তমুলক ও বাংলাদেশের মডেল বলে মন্তব্য করেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম,ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, কাকনহাট পৌর মেয়র আবদুল মজিদ, পৌর আওয়ামী লীগ সভাপতি আলাহাজ¦ অয়েজ উদ্দীন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুর রশিদ