নওগাঁর পোরশার নিতপুর মনোহরপুরে বিদ্যুৎতের শর্টসার্কিটে একটি দোকান ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। শনিবার দিবাগত গভীররাতে মনোহরপুর গ্রামে বিসমিল্লাহ ট্রেডার্স নামে ওই দোকান সম্পূন্ন রুপে পুড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্ঠা করেও নিভাতে পারেনি। ফলে তার ক্যাশ বাক্্ের থাকা নগদ বিশ হাজার টাকা, বিভিন্ন যন্ত্রাংশ ও মালামাল সহ প্রায় ১০লক্ষাধীক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান, দোকানটির মালিক একই গ্রামের মৃত ইসলাম আলীর ছেলে সাবেক ওয়ার্ড সদস্য বাবুল আক্তার।