খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি’র) অধীনস্থ যশোরের বেনাপোল দৌলতপুর বিওপি’র টহলদল শনিবার ২৯ জুন সকাল ৫ টায় খোকন মিয়া নামে এক যুবককে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে। সে বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত গাতীপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে। বিজিবি’র সূত্রগুলো জানান,শনিবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি’র টহলদল গাতীপাড়া গ্রামস্থ জনৈক শহিদুলের বাড়ির পিছনে বাঁশ বাগানের পাশ থেকে খোকন মিয়াকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ফেনসিডিল উদ্ধার করে। পরে খোকন মিয়াকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করে।