নিখোঁজের দুইদিন পর রাজশাহী মহানগরীর দেবিশিংপাড়ার এসএস ছাত্রাবাস থেকে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুক ছাত্র এজাজ আহমেদ আকিবের লাশ উদ্ধার করা হয়েছে। ছাত্রাবাসের ম্যানেজারের দেওয়া সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ জুন) দুপুরে আকিবের মরদেহ উদ্ধার করে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত এজাজ আহমেদ আকিব পাবনা জেলার সুজানগর থানাধীন সাতবাড়িয়া এলাকার আবদুর রহিমের ছেলে। এ বছর এইচএসসি পরীক্ষা শেষে তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ পেতে ওই ছাত্রাবাসে থেকে ভর্তি পরীক্ষার কোচিং করছিলেন।
এ তথ্য নিশ্চিত করে এসএস ছাত্রাবাস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আমান উল্লাহ আমান জানান, ‘গত বৃহস্পতিবার (২৭ জুন) থেকেই আকিব নিখোঁজ ছিল। সেইদিনই আকিবের রুমমেট বাড়ি চলে যায়। পরবর্তীতে শনিবার দুপুরের দিকে আকিবের রুম থেকে দুর্গন্ধ বেরুতে থাকলে ছাত্রাবাসে থাকা অন্যান্যরা সেই দরজায় ধাক্কা দিতে থাকে। এতে ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি ছাত্রাবাসের ম্যানেজারকে জানায়। এরপর ম্যানেজার থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে আকিবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।’
ওসি বলেন, ‘আকিবের মরদেহে পচন ধরায় দূর্গন্ধ বেরুচ্ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, তিনদিন আগেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আপাতত থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। আর নিহতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তাদের দেওয়া তথ্য ও ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’