চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার টঙ্গীরপাড় গ্রামে হাইকোর্টের নিষেধাজ্ঞা এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের আদেশ অমান্য করে ব্যক্তিমালিকানাধীন জমির উপর দিয়ে পিচ ঢালাই করে সড়ক নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে এলজিইডি’র লোকজন এবং এলজিআরডির নিয়োগকৃত ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, উয়ারুক স্টেশন বাজার থেকে হাটিলা ইউপি পূর্ব রাস্তাটি নকশা অনুযায়ী না করে নালিশকৃত ব্যক্তিমালিকানাধীন জায়গায় মহামান্য হাইকোর্ট এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা সত্ত্বেও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে রাতের অন্ধকারে ব্যাক্তিগত জায়গার উপর দিয়ে পিচ ঢালাই করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মাহবুবব এন্টারপ্রাইজ, মেমো নং- ৪৬.০২.২০০০.০০০.১৪.১১.১৮/৩১৯৬, তাং-৭/১১/১৮ইং, টেন্ডার আইডি নং-২২৪৮৭৯।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত জহির উদ্দিন চৌধুরী বলেন, অভিযুক্ত স্থানটুকু আমাদের পৈত্রিক সম্পত্তি, এখানে সরকারের অধিগ্রহণকৃত কোন রাস্তা বা জায়গা ছিল না। এমনিতেই মানুষ হাঁটা ও চলাচল করতো। ভূলবশত বিএস জরিপে তা রাস্তা হিসাবে রেকর্ড হয়। বর্তমানে তা রেকর্ড সংশোধন হয়ে আমাদের তৈরীকৃত স্থান দিয়ে রাস্তার অনুমোদন হয়। যা আজ থেকে ৩৫ বছর পূর্বে রায় হয়েছিল।
জহির উদ্দিন আরো বলেন, বর্তমানে যেখান দিয়ে পিচ ঢালাই হয়েছে তা আমাদের বসতঘর সংলগ্ন এবং মৎস খামারের মাঝখান দিয়ে গেছে। ২০১০ সালে গাছগাছলি, বসতবাড়ি, মৎস খামার নষ্ট করে ঠিকাদার যখন কাজ আরম্ভ করে তখন আমরা রাস্তা পরিবর্তন করে অনুমোদিত স্থান দিয়ে রাস্তা তৈরি এবং কাজ বন্ধ রাখার জন্য মামলা করি যা বর্তামানে হাইকোর্টে চলমান।
ক্ষতিগ্রস্ত জহির উদ্দিন চৌধুরী অভিযোগ করে জানান, পৈত্রিক ও খরিদসূত্রে প্রাপ্ত জমিতে দীর্ঘকাল যাবত তারা চাচাতো- জ্যাঠাতো ভাই মিলে ৫ টি পরিবার বসবাস করে আসছেন। কান রকম ভূমি অধিগ্রহণ কিংবা অনুমতি না নিয়ে হঠাৎ তাদের বসতবাড়ির মাঝ দিয়ে ২০১০ সালের মে মাসে রাস্তা নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)।
খবর নিয়ে জানা যায়, গত ১৩ জুন এলজিইডির ঠিকাদার রাতের আধাঁরে অবৈধভাবে প্রায় ১৮ফুট চওড়া ও ৩০০ ফুট দৈর্ঘ্যরে সড়ক নির্মাণ করায় চৌধুরী পরিবারের প্রায় ২০ লক্ষ টাকার সম্পদ বেহাত হয়ে গেছে। পয়েন্ট ১৫ একর সম্পত্তি হারিয়ে মধ্যবিত্ত পরিবারটি দিশেহারা হয়ে গেছে।
এ নিয়ে ক্ষতিগ্রস্তরা রিট করলে হাইকোর্ট (রিভিশন মামলা নাং ৩৫০৬/২০১০) এলজিইডির রাস্তা নির্মানে নিষেধাজ্ঞা জারি করেন। সেইসাথে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল চাঁদপুরে মোকদ্দমা (মামলা নং ৩৩২৮/২০১৫) রুজু করেন। চলতি বছর ২৫ এপ্রিল চাঁদপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ক্ষতিগ্রস্ত পরিবারদের পক্ষে আদেশ দেন।
কিন্তু হাইকোর্টের নিষেধাজ্ঞ অমান্য করে বসতবাড়ী ভেঙ্গে গত ১৩ জুন রাতে এলজিইডির ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মাহবুবব এন্টারপ্রাইজ সন্ত্রাসীদের সহয়োগীতায় পিচ ঢালাই সড়ক নির্মাণ করে।
কন্ট্রাকটর আকবর এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান (দুলাল)কে এ বিষয়ে জানতে কল করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি। প্রতিকার চেয়ে এলজিইডির প্রধান প্রকৌশলী, চাঁদপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।