যশোরের কেশবপুরে রাম দায়ের কোপ দিয়ে দরিদ্র মোটর ভ্যান চালক এর ভ্যানটি ছিনিয়ে নিয়ে গেছে দূর্বৃত্তরা। শনিবার সকালে জখম ভ্যান চালক শাহিন মোড়ল(১৪) কে মুমুর্স্ব অবস্থায় ঢাকায় স্থানান্তর করেছে খুলনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার মঙ্গলকোট গস্খামের দিনমজুর হায়দার আলীর ছেলে শাহিন মোড়ল প্রতিদিনের ন্যায় ভ্যান চালাতে মঙ্গলকোট বাজারে আসলে অপরিচীত ৪/৫ জন দূর্র্বৃত্ত পার্শ্ব্বর্তী পাটকেল ঘাঁটা থানা এলাকার ধানদিয়া নিয়ে যায়। ধানদিয়া এলাকার একটি ফাঁকা রাস্থায় যাত্রীবেশী দূর্বৃত্তরা তাকে রাম দায়ের কোপের রক্তাক্ত জখম করে মোটর ভ্যানটি নিয়ে চলে যায়। পথচারিরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে খুলণা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার সকালে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শাহিনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে তার পরিবারের লোকজন রওনা দিয়েছে। এলাকার ইউপি মেম্বার জহির রায়হান জানান, শাহিনের অবস্থা খুবই খারাপ। সমিতি থেকে কিস্তি নিয়ে মোটর ভ্যান চালিয়ে শাহিন জিবীকা নির্বাহ করে আসছিলো। তার মাথায় কয়েকটি রাম দায়ের কোপ দেয়া হয়েছে।