মোটরসাইকেল, সিএনজি, মাইক্রোবাস, পিকআপ, চার্জার রিকশাসহ পড়ে থাকা গাড়িগুলোর শরীরে কারুকার্জের মত জড়ানো লতাপাতা দেখে মনে হবে নতুন কোন উদ্ভাবনী মেলায় প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য প্রস্তুত করা হচ্ছে। অথবা মনে হবে এটি একটি যানবাহনের ভাগাড়। কারণ, এসব যানবাহনের বেশীর ভাগই ভাল থাকা অবস্থায় মামলার আলামত হিসাবে রাখা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে অযত্ম-অবহেলায় রাখার কারণে এসব যানবাহন বেশীর ভাগই মেরামতপূর্বক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তবে এ অবস্থার কারণে মাদকসেবীরা তাদের নিরাপদ স্থান হিসাবে ব্যবহার করছে। শুধু মাদক সেবনই নয়, এখানে বসে তৈরি করছে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজের পরিকল্পনা। এ চিত্রটি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পেট্রোল পুলিশ পরিদর্শকের কার্যালয়ের সামনে মহিষবাথানের ড্যাফোডিল হাউসের। এখানে থাকা যানবাহনের প্রকৃত মূল্য জানা না গেলেও সংশ্লিষ্টরা বলছেন কোটি টাকার বেশী হবে।
দীর্ঘদিন ধরে যানবাহনগুলো এখানে এভাবেই অবহেলা আর অযত্মে পড়ে থেকে রীতিমত মামলার আলামতগুলোও যেন নষ্ট হতে চলেছে। দিনের পর দিন, মাসের পর মাস ও বছর পেরিয়ে গেলেও রোদ-বৃষ্টিতে যেসব নষ্ট হচ্ছে। তবে এ অবস্থার কারণে সুবিধাভোগ করছেন মাদকসেবীরা। এটি নাকি তাদের নিরাপদ স্থান। এখানে বসে শুধু মাদক সেবনই নয়, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজের পরিকল্পনাও করা হয়। কয়েকদিন ঘুরে নাম পরিচয়হীন ছদ্মবেশে কথা বলে এমনই তথ্য পাওয়া গেছে।
আড্ডারত মাদকসেবীরা আরো জানান, নেশার টাকার জোগানে ব্যর্থ হলেই এখানে পড়ে থাকা যানবাহনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ খুলে নিয়ে গিয়ে বাইরে বিক্রি করে। তবে সবসময় নয়। তাদের ভাষ্যমতে, এটা তাদের সুইচ ব্যাংক, নেশা টাকার যোগাতে ব্যর্থ হলেই এমনটি তারা করে থাকেন। তবে মাদকসেবীদের অভয়াশ্রম ও অপরাধীদের পরিকল্পনার এটি স্থান বিষয়টি জানা নাই এমনটি দাবি করলেও পুলিশ বলছে, তাদের অগোচরে এখান থেকে যানবাহনের যন্ত্রাংশ কে বা কারা খুলে নিয়ে যায়। যাদের ধরতে পারলেই ব্যবস্থা নেয়া হবে। কারণ, এটি তাদের ‘ডাম্পিং স্টেশন’।
রাজশাহীর বিভিন্ন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থায়ী জায়গা না থাকায় শুধু আরএমপির ট্রাফিক বিভাগই নয়, জেলা এবং মহানগর এলাকার বিভিন্ন থানাতেও এভাবে খোলা আকাশের নিচে যানবাহন ফেলে রাখা হয়। ফলে কোটি টাকা মূল্যের এসব গাড়িগুলো নষ্ট হয়ে যায়। অনেক যন্ত্রাংশ হারিয়েও যায়। কিন্তু এসব গাড়ির বেশিরভাগই মামলার আলামত হিসেবে জব্দ। আলামত যেন নষ্ট না হয় সেজন্য তারা পুলিশকে তাগিদও দেন। কিন্তু যানবাহনের মতো এমনভাবেই কোনো মামলারই আলামত ঠিকঠাক পাওয়া যায় না।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ সুত্রে জানা গেছে, কাগজপত্র না থাকার কারণে একপর্যায়ে জব্দকৃত যানবাহনগুলো মহিষবাথানের এই ডাম্পিং স্টেশনে রাখা হয়। তবে উপযুক্ত কাগজপত্র দেখানোর পর গাড়ির মালিকরা নিয়ে যায়। কিন্তু কাগজপত্র না থাকার কারণে অনেকেই দীর্ঘদিনেও গাড়ি নিয়ে যেতে পারেন না। এমনভাবে দিনকে দিন গাড়ির সংখ্যাও বাড়তে থাকে। আর সেগুলোই এখানে পড়ে থাকে। এছাড়াও এখানে দু’বছর আগে দায়েরকৃত বিভিন্ন থানার মামলার আলামত হিসেবে জব্দ করা গাড়িও রয়েছে। তবে এখন আর থানাগুলো এখানে গাড়ি রাখে না।
মহিষবাথানে আরএমপির পেট্রোল পুলিশ পরিদর্শকের কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে প্রায় চার শতাধিক মোটরসাইকেল ছাড়াও রাখা হয়েছে মাইক্রোবাস, পিকআপ, সিএনজিও, অটোরিকশা ও রিকশা। খোলা আকাশের নিচে থাকা এসব যানবাহনগুলোর বেশিরভাগ অংশই ঢেকে গেছে লতাপাতা জড়িয়ে।
এদিকে মামলার আলামত হিসেবে এখানে গাড়ি থাকায় নজরদারির জন্য সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকার কথা থাকলেও একাধিকবার গিয়েও দেখা মেলেনি। তবে ডাম্পিং স্টেশনের সামনে ড্যাফোডিল হাউসের ব্যারাকে একজন পুলিশ সদস্যকে দেখা গেলেও এ বিষয়ে কথা বলার সুযোগ মেলেনি।
স্থানীয়রা বলছেন, একেবারেই অরক্ষিত অবস্থায় পড়ে আছে গাড়িগুলো। ফলে অনেক যানবাহনের যন্ত্রাংশ গায়েব হয়ে যাচ্ছে। বেশিরভাগই মোটরসাইকেলগুলোরই লুকিং গ্লাস ও হেড লাইটসহ অন্যান্য ক্ষুদ্র যন্ত্রাংশ নেই।
এ বিষয়ে ড্যাফোডিল হাউসে দায়িত্বে থাকা পেট্রোল পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, এক মাস আগে তিনি ঢাকা থেকে রাজশাহীতে যোগ দিয়েছেন। এখানে এসেই গাড়িগুলোর এমন অবস্থা দেখছেন। তবে চারজন পুলিশ সদস্য এগুলো পাহারায় থাকেন বলেও দাবি করেন তিনি।
আরএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার অনির্বাণ চাকমা বলেন, ‘জব্দ করা গাড়িগুলো ভালভাবে রাখার উদ্যোগ গ্রহণের জন্য তারা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। কিন্তু সেখান থেকে কোনো সাড়া না পাওয়ায় এভাবেই খোলা আকাশের নিচে রাখতে হচ্ছে। তবে মামলার আলামতহীন গাড়িগুলো নিলামে বিক্রির ব্যবস্থা হলে এ সমস্যা অনেকটাই সমাধান হত। কিন্তু এসব বিষয় আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।’
অনির্বাণ চাকমা বলেন, ‘এখন এসব যানবাহনের চাহিদাও কমেছে। কারণ, এগুলো নিলামে কিনে আর ব্যবহারের সুযোগ নেই। শুধু ভাংড়ি হিসেবেই কিনতে হবে। তবে কেনার পর রাস্তায় নামলে পুলিশ আবারও ধরবে। যে কারণে এসব যানবাহন মেরামত করে ব্যবহারের উপযোগী করতে কেউ চাইবে বলে মনে হয়না।’