বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর সভার পশ্চিম ঢাকা রোড এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একটি সিএনজি ষ্টেশন বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালতের হাকিম ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন রশিদ অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি ষ্টেশনটি সিলগালা করে দেয় এবং ওই সিএনজি ষ্টেশনের ব্যবস্থাপক টিপু সুলতান (২৫) কে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, প্রায় কয়েক মাস ধরে সান্তাহার শহরের ঢাকা রোড এলাকায় কয়েকজন অসাধু ব্যবসায়ি অনুমোদনবিহীন ও অবৈধ সিএনজি ষ্টেশন তৈরী করে মালবাহি কাভার্ড ভ্যানে করে বড় বড় সিলিন্ডারে সিএনজি গ্যাস এনে খোলা আকাশের নিচে বিক্রি শুরু করেন। বিষয়টি জানার পর গত ২৬ মার্চ তৎকালিন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে সুলতান আহম্মেদ নামের ব্যবসায়ির ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং সেটি পুলিম হেফাজতে হস্তান্তর করেন। এরপর কিছুদিন সিএনজি ষ্টেশনটি বন্ধ থাকার পর পুনরায় চালু হলে শুক্রবার আবারোও ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালিয়ে সেটি সিলগালা করে বন্ধ করে দেন এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। বর্তমানে সেখানে চারজন আনসার সদস্যকে সার্বক্ষনিক মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ বিন রশিদ বলেন, কোন ভাবেই অবৈধ এবং ঝুকিপূর্ন সিএনজি ষ্টেশনটি আর চালু করতে দেয়া হবে না। কাভার্ড ভ্যান ভর্তি গ্যাস বর্তমানে ওই ষ্টেশনে আনসার পাহারায় রয়েছে। এগুলো কি করা হবে সে বিষয়ে জেলা প্রশাসকের সাথে যোগাযোগ চলছে।