কিশোরগঞ্জের কটিয়াদীতে বিরল প্রজাতির এক বন্যপ্রাণি আটক করেছে স্থানীয় লোকজন। শনিবার সকালে পৌর এলাকার ভোগপাড়া নামক স্থানে কিছু লোকজনের চোখে পড়ে। তারা বাঘ বাঘ বলে চিৎকার শুরু করলে লোকজন লাঠিসোটা নিয়ে দৌড়ে আসে এবং প্রাণিটিকে তাড়া করে। তাড়া খেয়ে বন্যপ্রানিটি একটি গাছে উঠে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ডিল আর লাঠির আঘাতে গাছ থেকে নিচে পড়ে গেলে লোকজন প্রাণিটির কোমরে শিকল দিয়ে গাছের সাথে বেধে রাখে। প্রাণিটিকে ধরতে গেলে তিন চারজনকে কামড়িয়ে আহত করে। প্রাণিটির মুখাকৃতি শৃগালের মত তবে গোঁফ দেখতে বাঘের মত। গলায় এবং লেজ এ সাদা-কালো লম্বা ডোরা এবং শরীরে থোকা থোকা সাদা কালোর মিশ্রিত চামড়া অনেকটা চিতা বাঘের মত দেখতে। উচ্চতা প্রায় দুই ফুট এবং লম্বা হবে প্রায় চার ফুট। বাঘ ধরার খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা প্রাণিটিকে একনজর দেখার জন্য ভোগপাড়া গ্রামে গিয়াস উদ্দিনের বাড়িতে ভীড় করে। উপজেলা বন কর্মকর্তা হারুন অর রশিদ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি কাজে কিশোরগঞ্জে আছি। বন্যপ্রাণিটি ধরার খবরটি মোবাইল ফোনেই পেয়েছি। দ্রুতই ঘটনাস্থলে পৌছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, বন্যপ্রাণি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। কাজেই কোন অবস্থাতেই বন্যপ্রাণি ধরা বা হত্যা করা উচিত নয়। এ ব্যাপারে সর্ব সাধারণকে আরও সচেতন হওয়ার আহবান জানান।