ব্যবসায়ীক প্রতিপক্ষের ষড়যন্ত্রে ডাক্তার পুত্র মাসুদুল হকের নামে ব্যবসায় ক্ষতিগ্রস্থ ও সম্মানহানী রক্ষা সহ সঠিক খবর তুলে ধরতে এক মানবিক আবেদন জানিয়েছেন তার পিতা ডাঃ জহুরুল হক। ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিকদের বরাবর দেওয়া এক লিখিত আবেদনে শহরের বিশিষ্ট ব্যবসায়ী ওই ডাক্তারের পিতা ডাঃ জহুরুল হক উল্লেখ করেছেন, তিনি দীর্ঘ ৫০ বৎসর যাবৎ কালীগঞ্জ শহরে সুনামের সাথে মানুসের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তার তিন পুত্রের মধ্যে বড় ছেলে আনোয়ার ঔষুধের ব্যবসা এবং ছোট ছেলে ফিরোজ ও তার স্ত্রী এমবিবিএস ডাক্তার রোকসানা পারভিন ইলোরা নিজস্ব দারুস শেফা হাসপাতালে চিকিৎসা সেবা পেশায় যুক্ত আছেন। মেঝ ছেলে ডাক্তার মাসুদুল হক পার্শবর্তি মাগুরা জেলা শহরে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে চাকুরির পাশাপাশি দীর্ঘদিন জাহান প্রাইভেট হাসপাতাল নামে নিজস্ব হাসপাতালে সেবা দিচ্ছেন। হাসপাতাটি সুনামের সাথে পরিচালনা করায় ওই প্রতিষ্ঠানটি ১০ তলা ভবনে উন্নীত হয়েছে। কিন্তু তার এই ব্যবসার অগ্রগতি দেখে একটি কুচক্রি মহল ইর্ষানিত হয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত রয়েছে। সম্প্রতি আমার মেঝ ছেলে ডাঃ মাসুদুল হককে নিয়ে ভূয়া ডাক্তার, সার্টিফিকেট ভূয়া, শিক্ষাগত যোগ্যতা ও মানবিক বিভাগে পাশ করে ডাক্তারী করছে বলে অপপ্রচারে আমার ব্যবসায় ক্ষতিগ্রস্থ ও পরিবারের সুনামক্ষুন্ন হচ্ছে। উত্থাপিত ওই অভিযোগ গুলি একেবারেই মিথ্যা দাবী জানিয়ে ও সঠিক তথ্যাদীর কাগজপত্র ফটোকপি দিয়ে জানান, ডাক্তার মাসুদুল হক ১৯৮৮ সালে সরকারী নলডাঙ্গা ভূষন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় বিজ্ঞান বিভাগে প্রথম স্থানে কৃতকার্য হয়। তার সার্টিফিকেটের সিরিয়াল নং ০৩৪৫৫ এবং রেজিষ্ট্রেশন নং-১৮৬৬৪/১৯৮৬-৮৭ যশোর বোর্ড। এরপর ১৯৯০ সালে ঝিনাইদহের সরকারি কেসি কলেজে বিজ্ঞান বিভাগ থেকে কৃতকার্য হয়। সিরিয়াল নং সি ০৭৮২৮, রেজিষ্ট্রেশন নং-৭৮২১/১৯৮৮-৮৯।
লিখিত আবেদনে আরো উল্লেখ করেছেন, তার ছেলে ডাঃ মাসুদুল হক বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে এনওসি নিয়ে ডাক্তারী পড়তে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ হতে প্রস্তুতিমূলক কোর্স সম্পন্ন করা সহ ছয় বছরের ডক্টর অফ মেডিসিন কোর্স সম্পন্ন করেন। ২০০৫ সালে বাংলাদেশে ফিরে এসে সে খুলনা মেডিকেল কলেজ হতে ইন্টাণর্নীশিপ সম্পন্ন করেন। এবং প্র্যাকটিস করার উদ্দেশ্যে বাংলাদেশ মেডিকেল এ- ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) হতে রেজিষ্ট্রেশন গ্রহণ করে যার নাম্বার এ ৪৩২১৪। এরপর সে খুলনা মেডিকেল কলেজ থেকে সার্জারিতে ট্রেনিং গ্রহণ করে চিকিৎসা সেবা শুরু করে।
লিখিত আবেদনে আরো বলা হয়, ডাঃ মাসুদুল হকের সার্টিফিকেট নিয়ে একটি কুচক্রি মহল ২০১২ সালে মাগুরায় সিভিল সার্জনের নিকট প্রশ্ন তোলে। সে সময়ে সিভিল সার্জন মহোদয়কে তার সমুদয় সার্টিফিকেট কাগজপত্র তলব করায় তিনি তা জমা দিয়েছিলেন। এবং সনদপত্র যাচাই পূর্বক সিভিল সার্জন মহোদয় ডাঃ মাসুদুল হকের সকল সনদ সঠিক আছে মর্মে অভিযোগারীদের জানিয়ে দেয়। এরপরও তার প্রতিপক্ষ ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বিরা ষড়যন্ত্র ও কুৎসা রটনা অব্যাহত রাখে। সর্বশেষ তাদেরই দেওয়া অসত্য তথ্যের ভিত্তিতে আমার ডাক্তার ছেলের বিরুদ্ধে ১২ বছর পূর্বের ঘটনা সহ কিছু বিচ্ছিন্ন ঘটনা তুলে ধরেছে।
আবেদনকারী পিতা জহুরুল হক তার সন্তান ডাঃ মাসুদুল হকের ডাক্তারীর সমগ্র কাগজপত্র সঠিক আছে দাবী করে জানান, তার ডাঃ পুত্র সর্ব সময়ে মাগুরা বাসীর সেবাই নিজেকে নিয়োজিত রেখেছে। তাই কুচক্রীদের রোষানল থেকে পুত্রকে ক্ষতিগ্রস্থ ও সন্মানহানী থেকে রক্ষা সহ সঠিক ঘটনা তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহব্বান জানিয়েছেন।