নওগাঁর মান্দায় ৬০ বোতল বাংলা মদসহ আফরোজা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আফরোজা বেগম উপজেলার কুসুম্বা গ্রামের মোস্তফা সরদার ওরফে মুস্তুর স্ত্রী।
মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, আটক আফরোজা বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক অভিযান চালিয়ে ৬০ বোতল বাংলা মদসহ তাকে আটক করে। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত সিএনজি চালিত একটি অটোরিকশা আটক করা হয়েছে। ঘটনায় মান্দা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।