বরিশাল থেকে প্রকাশিত “সেরনিয়া বার্তা”র প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন সেরনিয়াবাতের একমাত্র কন্যা মরিয়ম আক্তার মাইশার প্রথম জন্মদিন উপলক্ষে শনিবার দুপুরে বিশেষ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকের গ্রামের বাড়ি আগৈলঝাড়ার বরিয়ালীতে অনুষ্ঠিত দোয়া-মিলাদের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক দেলোয়ার হোসেন বলেন, আমাদের জীবনের সেরা উপহার মরিয়ম আক্তার মাইশা। এজন্য মহান সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া। গতবছরের এইদিনে স্বর্গের দূত হয়ে মাইশা আদাদের সংসারে এসেছে। তাই তার প্রথম জন্মদিনে সকলের কাছে দোয়া কামনা করেন সাংবাদিক দেলোয়ার।