কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নে খনারচর নয়াহাটি গ্রামে গতকাল শনিবার বিকেল ৩ টায় আবদুল করিম গং ও মুক্তিযোদ্ধা ফাইজ উদ্দিন গংদের মাঝে বাড়ি নিয়ে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ অন্তত ৫ জন আহত হয়েছে। গুরুতর আহতরা হলেন, মুক্তিযোদ্ধার স্ত্রী আনোয়ারা খাতুন (৬১), মৃত নুরুল ইসলামের স্ত্রী রাজিয়া খাতুন (৬০) ও মোঃ শাহিদ মিয়ার ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৪)। তাদের ৩ জনকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, আবদুল করিম গংরা দীর্ঘদিন ঘরে অবৈধভাবে মুক্তিযোদ্ধা ফাইজ উদ্দিন মিয়ার বাড়ি অবৈধভাবে দখল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। গতকাল শনিবার বিকেলে আবদুল করিম গংরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালালে মুক্তিযোদ্ধা ফাইজ উদ্দিন মিয়ার ২টি ঘর রামদা দিয়ে কুপায় বলে এলাকায় অভিযোগ রয়েছে। এই ব্যাপারে আবদুল করিমকে প্রধান আসামি করে কামরুল ইসলাম কাঞ্চন মিয়া সহ ৭ জনের নামে বাজিতপুর থানায় গতকাল শনিবার বিকেলে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বাজিতপুর থানার ইনচার্জ মোঃ খলিলুর রহমান পাটোয়ারী জানান, অভিযোগের ভিত্তিতে আসামীদের গ্রেফতার করা হবে বলে সত্যতা স্বীকার করেন।