বিশ্বব্যাপী আলোচিত বরগুনায় স্ত্রীর সামনে রিফাত শরীফ নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনার মূল অভিযুক্ত আসামি সন্ত্রাসী নয়ন বন্ডকে বরিশাল থেকে আটক করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরেছে। তবে এ ধরনের কোনো তথ্য বরিশাল মহানগর পুলিশের কাছে নেই বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শনিবার সকাল থেকে নয়ন বন্ডকে আটকের খবর ফেসবুকে ছড়িয়ে পরে। অনেকেই ফেসবুক স্ট্যাটাসে নয়নকে আটকের কথা তুলে ধরে প্রকাশ্যে তাকে ক্রসফায়ার দেয়ার দাবি তুলেছেন। মহানগর পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান জানান, নয়ন বন্ডকে আটকের কোনো তথ্য তাদের কাছে নেই। একই তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক ও কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম।