নগরীসহ জেলার সর্বত্র সড়ক ও মহাসড়কে পাল্টাদিয়ে অবৈধ যানবাহন থ্রী-হুইলার, মাহেন্দ্রা, ইজিবাইক, ভটভটি নসিমন, করিমন ও হালচাষ করা ট্রাক্টর দিয়ে তৈরিকৃত যানবাহন চলাচল করলেও সেদিকে নজর নেই সংশ্লিষ্ট প্রশাসনের। শুধুমাত্র মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান করেই ক্ষ্যান্ত থাকেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। ফিটনেস বিহীন অবৈধ যানবাহনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র মোটরসাইকেল চালকদের হয়রানী করায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, নগরীসহ জেলার সড়ক ও মহাসড়কে চলাচল করা অবৈধ থ্রী-হুইলার যানবাহন থেকে টোকেন বাণিজ্যের মাধ্যমে মাসে লাখ লাখ টাকার চাঁদা পকেটে আসে ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের। আর মোটরসাইকেল চালকদের কাছ থেকে মাসোয়ারা না পাওয়ায় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্সসহ সবকিছু ঠিকঠাক থাকলেও কারণে অকারণে সামান্য ত্রুটি ধরে মামলা অথবা উৎকোচ নিয়ে থাকেন সংশ্লিষ্ট অফিসাররা। এ নিয়ে প্রায় প্রতিদিনই একাধিক স্থানে ট্রাফিক পুলিশের সাজেন্টদের সাথে মোটরসাইকেল চালকদের বাগ্বিতন্ডার খবর পাওয়া গেছে। বিষয়টি বিএমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবহিত হলেও তারা ততোটা গুরুত্ব দিচ্ছেন না বলে দাবি করেছেন একাধিক ভুক্তভোগিরা। যেকারণে ট্রাফিক সাজেন্টরা ক্রমেই বেপরোয়া হয়ে উঠেছে।
নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকার বাসিন্দা শফিকুল মাতুব্বর জানান, চলতি মাসের প্রথমার্ধে চৌমাথা এলাকায় এক মোটরসাইকেল চালকের সাথে ট্রাফিক পুলিশের তুমুল বাগ্বিতন্ডা বাঁধে। পরে স্পটে গিয়ে জানতে পারি ট্রাফিক পুলিশের ওই সার্জেন্ট মোটরসাইকেল চালকের কাছে কাগজপত্র দেখতে চায়। চালক কাগজপত্র দেখানো সত্বেও ওই সার্জেন্ট তার কাছে দুই হাজার টাকা উৎকোচ দাবি করে। মোটরসাইকেল চালক তা দিতে অস্বীকৃতি জানালে দু’জনের মধ্যে বাগ্বিতন্ডা বাঁধে। একপর্যায়ে স্থানীয়রা জড়ো হয়ে বিষয়টি শুনে ওই ট্রাফিক সার্জেন্টকে গণধোলাই দেয়। একপর্যায়ে ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পরে প্রাণ রক্ষা করেন ওই ট্রাফিক সার্জেন্ট।
নগরীর গোরস্তান রোড এলাকার বাসিন্দা নাসির উদ্দিন জানান, ট্রাফিক পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ নতুন নয়। আমিও একবার ভোগান্তির শিকার হয়েছি। তবে সেই সময় একজন টিআই আমাকে ফাঁসানোর চেষ্টা করলেও উপস্থিত জনসাধারণের কারণে সে (টিআই) সফল হতে পারেনি। তিনি আরও বলেন, ট্রাফিক পুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে দিয়ে অবৈধ যানবাহন বীরদর্পে ঘুরে বেড়ালেও তার বিরুদ্ধে কারও কোন অভিযান নেই। উল্টো মোটরসাইকেলের কাগজপত্র দেখার নামে চাঁদাবাজিতে মেতে উঠেছেন ট্রাফিক পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে একাধিক মাহিন্দ্রা ও ইজিবাইক চালক জানান, তারা প্রতিমাসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাসোয়ারা দিয়ে টোকেন নিয়ে গাড়ির সামনে ঝুলিয়ে রেখে সড়ক ও মহাসড়কে তাদের যানবাহন পরিচালনা করছেন। ফলে তাদের যাত্রী ও মালামাল পরিবহনে ট্রাফিক পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোন বাঁধার সৃষ্টি করছেন না।
কাজী আল-আমিন নামের এক মোটরসাইকেল চালক জানান, ড্রাইভিং লাইসেন্সসহ তার গাড়ির সকল কাজগপত্র রয়েছে। শুধু ইন্সুরেন্সের কাগজ নেই। এজন্য বরিশাল পুলিশ রেঞ্জের এক ট্রাফিক সার্জেন্টের সাথে তার তুমুল বাগ্বিতন্ডা হয়েছে। প্রশ্ন রেখে কাজী আল-আমিন বলেন, একটি ইন্সুরেন্স করতে লাগে ১২০ টাকা। তাও সরকারী কোন প্রতিষ্ঠান থেকে নয়; একটি বেসরকারী প্রতিষ্ঠান থেকে করতে হয়। এ ইন্সুরেন্সের কাজ কি? তা তিনি ওই ট্রাফিক সার্জেন্টের কাছে জানতে চাইলেও তিনি (সার্জেন্ট) কোন সদূত্তর না দিয়ে শুধু বলেন মোটরসাইকেলের ইন্সুরেন্স না থাকায় দুই হাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে।
কাজী আল-আমিন বলেন, গাড়ির কোন ক্ষয়ক্ষতি কিংবা দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মারা গেলেও ওই ইন্সুরেন্স কোম্পানি থেকে কোন খোঁজখবর বা ক্ষতিপূরন দেয়া হচ্ছেনা। তাহলে নামেমাত্র ওই ইন্সুরেন্সের নামে চালকদের কেন আর্থিক ও মানসিকভাবে হয়রানী করা হচ্ছে। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
মোটরসাইকেল চালকদের হয়রানীর বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) খায়রুল আলম বলেন, বিষয়টি আমি এই প্রথম শুনেছি। সুনির্দিষ্ট অভিযোগ বা এ বিষয়ে কোনো প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাহাবুদ্দিন খান বলেন, বিষয়টির খোঁজখবর নিয়ে অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন বলেন, পুলিশকে মাসোয়ারা দিয়ে টোকেন নিয়ে নগরীতে অনেক যানবাহন অবৈধভাবে চলাচল করছে। এরমধ্যে ব্যাটারিচালিত ইজিবাইক (হলুদ অটো), গ্যাসচালিত অটো (নীল অটো) ও মাহিন্দ্রা রয়েছে। এসব অবৈধ যানের বিরুদ্ধে অভিযান না চললেও পাড়া-মহল্লার মোড়ে মোড়ে প্রতিদিনই মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চলছে। এর কারণ হচ্ছে মোটরসাইকেল চালকদের কোনো ইউনিটি বা সমিতি নেই, যে তারা আন্দোলন করবে। তাই ব্যক্তিপর্যায়ে চাঁপ দিয়ে আর্থিক সুবিধা নিতেই ট্রাফিক পুলিশ নানা অজুহাতে কাগজপত্র দেখার নামে অর্থবাণিজ্যের জন্য অভিযান পরিচালনা করে আসছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা জেনেও না জানার ভ্যান করছে বলেও তিনি উল্লেখ করেন।