শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরে-বাংলা এ.কে ফজলুল হক স্মৃতি পদক পেয়েছেন মুলাদী উপজেলার চরকালেখান আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ কবির হোসেন খান। গত ২৮জুন বিকাল ৪টায় ঢাকার সেগুনবাগিচার কেন্দ্রিয় কচি-কাচা মেলা মিলনায়তনে শেরে-বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সংবর্ধণা অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করা হয়। অধ্যক্ষ মোঃ কবির হোসেন মুলাদী টেকনিক্যাল এ- বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রতিষ্ঠাতা, মুলাদী মহিলা কলেজের সভাপতি, আল রাজী ইন্টারন্যাশনাল স্কুলের উপদেষ্টা, বাংলদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) এর মুলাদী উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে-বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা, শেরে বাংলার দৌহিত্র, বিটিআরসির চেয়ারম্যান সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গণতদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা। বিশেষ অতিথি ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ কামাল উদ্দীন আহমেদ, সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জামাল উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক কর্মকা-ে অংশগ্রহণকারী দেশের স্বনামধন্য ব্যক্তিত্ব, ভাষা সৈনিক, মুক্তযোদ্ধা, কবি-সাহিত্যিক, সাংবাদিক, লেখক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, জনপ্রতিনিধি, সমাজসেবক ও দেশের বিশিষ্ট ব্যবসায়ীদের সংবধর্ণা ও পদক প্রদান করা হয়। মুলাদী উপজেলা বাকশিস সভাপতি ও চরকালেখান আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ কবির হোসেন খান শেরে-বাংলা একে ফজলুল হক স্মৃতি পদক পাওয়ায় উপজেলা বাকশিসের নের্তৃবৃন্দ ও সদস্যবৃন্দ এবং চরকালেখান আদর্শ কলেজ, মুলাদী মহিলা কলেজ, মুলাদী টেকনিক্যাল এ- বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষকবৃন্দ, গভর্নিং বডির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।