হজ্জ্ব ও ওমরাহ পালনকারীদের নিয়ে যশোরে দিনব্যাপী প্রশিক্ষণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে শহরের মুজিব সড়কে জয়তী সোসাইটির হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল খালেক, কেশবপুর উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম রফিক, বসুন্দিয়া মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা তবিবুর রহমান, গাজীরদরগাহ মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, শ্রীরামপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রাজ্জাক প্রমুখ।
প্রশিক্ষণ অনুষ্ঠানে হজ্জ্ব ও ওমরাহ পালনকারীদের বিভিন্ন বিষয়ে জ্ঞান প্রদান করা হয়। যাতে করে সহজে হজ্জ্ব ও ওমরাহ পালন করতে পারে। কারো কোন ভোগান্তির শিকার হতে না হয়।