 
		
	রংপুরের ৮ উপজেলায় ৪ টি সেতু ও ১৬ কিলোমিটার দীর্ঘ ১৭ টি গ্রামীন সড়ক নির্মান প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এজন্য ব্যয় করা হয়েছে প্রায় ৮ কোটিরও বেশী টাকা।প্রাপ্ত তথ্যে জানা গেছে, রংপুরের পীরগঞ্জ এবং গংগাচড়া এই দুই উপজেলায় চলতি ২০১৮-১৯ অর্থ বছরে প্রায় ১ কোটি সাড়ে ৭ লাখ টাকা ব্যয়ে ৪ টি সেতু নির্মান প্রকল্পের কাজ করা হয়েছে। প্রতিটি ৩০ থেকে ৪০ ফুট দীর্ঘ এসব সেতু নির্মান প্রকল্পের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রকল্পের আওতায় রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের অনন্তরামপুর এলাকার বিশ্বনাথের বাড়ীর পাশের খালের উপর একটি এবং রায়পুর ইউনিয়নের সাতগাড়া বেলের ঘাট থেকে চতরা সড়কের পাকা রাস্তার খালের উপর অপর একটি সেতু নির্মান করা হয়েছে। এছাড়া, একই কর্মসূচীর আওতায় গংগাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের সাউদপাড়া মাদরাসা সড়কে একটি এবং একই উপজেলার মরনেয়া ইউনিয়নের কামদেবপুর শেখপাড়া সড়কের উপর অপর একটি সেতু নির্মান করা হয়েছে। এদিকে চলতি ২০১৮-১৯ অর্থ বছরে রংপুরের ৮ উপজেলায় প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে ১৬ কিলোমিটার দীর্ঘ ১৭ টি গ্রামীন সড়ক নির্মান প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ করা হয়েছে। এসব প্রকল্পের আওতায় রংপুরের পীরগঞ্জ উপজেলায় প্রায় ২ কোটি সাড়ে ১৬ লাখ টাকা ব্যয়ে ৫ টি সড়ক প্রকল্পের ৫ কিলোমিটার অংশ। মিঠাপুকুর উপজেলায় প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ৪ টি সড়ক প্রকল্পের ৩ কিলোমিটার অংশ। পীরগাছা উপজেলায় প্রায় সাড়ে ৮৬ লাখ টাকা ব্যয়ে ২ টি সড়ক প্রকল্পের ২ কিলোমিটার অংশ। কাউনিয়া উপজেলায় প্রায় সোয়া ৪৩ লাখ টাকা ব্যয়ে ১ টি সড়ক প্রকল্পের ১ কিলোমিটার অংশ। গংগাচড়া উপজেলায় প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে ১ টি সড়ক প্রকল্পের দেড় কিলোমিটার অংশ। তারাগঞ্জ উপজেলায় প্রায় সোয়া ৪৩ লাখ টাকা ব্যয়ে ১ টি সড়ক প্রকল্পের ১ কিলোমিটার অংশ। বদরগঞ্জ উপজেলায় প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে ২ টি সড়ক প্রকল্পের দেড় কিলোমিটার অংশ। এবং সদর উপজেলায় প্রায় সোয়া ৪৩ লাখ টাকা ব্যয়ে ১ টি সড়ক প্রকল্পের ১ কিলোমিটার অংশ হেরিং বোন বন্ড (এইচবিবি) এর মাধ্যমে গ্রামীন সড়ক উন্নয়ন করা হয়েছে।দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অর্থায়নে জেলা ত্রান ও পূর্নবাসন অধিদপ্তরের তত্ববাবধানে সংশ্লিষ্ট উপজেলার প্রকল্প বাস্তবায়ন কার্যালয় এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। চলতি জুন মাসেই এসব প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে।