নওগাঁর পোরশায় বাড়ি ভিটায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে দু,পক্ষের মারামারিতে অপর পক্ষের স্বীমী-স্ত্রী সহ দুজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন রফিকুল(৪৫) ও তার স্ত্রী আলেয়া(৩০)। তাদের গুরুতর আহত অবস্থায় পোরশা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। আর ওই মারামারির ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার ঘাটনগর ইউনিয়নের গশিপাড়া গ্রামে।
পোরশা থানা কর্মকর্তা ইনচার্জ শাহিনুর রহমান দু’পক্ষের অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানান।