হজ¦ গমন ইচ্ছুক হাজীদের নিয়ে হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের পৌর কমিউনিটি সেন্টারে বাৎসরিক হাজী সমাবেশ ও হজে¦ গমন ইচ্ছুক হাজীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে আরাফাতি হাজী কল্যাণ পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। হাজী কল্যাণ পরিষদের সভাপতি অধ্যাপক মকবুল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, আরাফাতি হাজী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা এ্যাড. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আলহাজ¦ আনোয়ার সাদাত, যুগ্ম সম্পাদক আলহাজ¦ মহসিন আলম, আলহাজ¦ মো: সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল প্রমূখ।