সিলেটের ফেঞ্চুগঞ্জে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত রয়েছেন সাবেক এসপি মরহুম এরশাদ আলী চৌধুরীর পরিবার। শুক্রবার (২৮ জুন) বিকেল ৫ টায় ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ের মাধ্যমে তাঁরা তাদের পরিচয় তুলে ধরে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন। এ সময় মরহুম এরশাদ আলী চৌধুরীর ওয়ারিশগণের পক্ষে ৪ পৃষ্ঠার লিখিত বক্তব্য পাঠ করেন পুত্রবধু মিসেস সুলতানা চৌধুরী।
লিখিত বক্তব্য থেকে জানা যায়, ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর (উত্তর টিলা) গ্রামের সাবেক এসপি মরহুম এরশাদ আলী চৌধুরী ২ পুত্র ও ৪ কন্যাসন্তান রেখে ১৯৬৬ সালে মৃত্যুবরণ করেন। প্রথম পুত্র হলেন সাবেক যুগ্ম-সচিব ও ভাষা সৈনিক মরহুম মকসুদ আহমেদ চৌধুরী ও দ্বিতীয় পুত্র আমেরিকান এনজিও সাউথ এশিয়ানের রিজিওনাল ডাইরেক্টর ও ওয়ার্ল্ড ব্যাংকের ফ্যামিলী প্ল্যানিংয়ের কনসালটেন্ট মরহুম ফারুক আহমেদ চৌধুরী। ৪ কন্যা সন্তানরা হলেন, মিনা খানম, সুফিয়া হুদা, রাবেয়া হক ও লায়লা হক। তাঁর ওয়ারিশগণ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে কর্মরত রয়েছেন। তাদের সম্পত্তি থেকে বঞ্চিত রেখে জাল দলিলের মাধ্যমে সম্পত্তি আত্বসাৎ করা হয়েছে। আজ সাবেক এসপি মরহুম এরশাদ আলী চৌধুরীর কোন পরিচিতি নেই ফেঞ্চুগঞ্জে। ওয়ারিশগণ নাড়ীর টানে ফেঞ্চুগঞ্জে আসলে নিজেদের বাড়ীতে উঠতে দেয়া হতোনা। ভাড়া ও অন্যান্য আত্মীয়দের বাসায় থাকতে হয় তাদের। সন্ত্রাসী, জামাত ইত্যাদী বলে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে তাদের বিরুদ্ধে। সত্যকে প্রকাশ করতে সাংবাদিকদের সরনাপন্ন হয়েছেন তাঁরা। প্রকৃত স্বত্তাধিকারীদের প্রাপ্য আদায়ে জনপ্রতিনিধিসহ সমাজের সকল শ্রেনীপেশার মানুষের সহযোগিতাও চেয়েছেন তাঁরা। এই সম্পত্তি দখলমুক্তের মাধ্যমে ফেঞ্চুগঞ্জে জনকল্যাণমূলক কাজ করতে চান সাবেক এসপি মরহুম এরশাদ আলী চৌধুরীর পরিবার। জাল ও ভূয়া দলিল প্রমানে আদালতে মামলা করা হয়েছে, যার নাম্বার সিআর ৬৩/১৯। আদালত মামলাটি আমলে নিয়ে ফেঞ্চুগঞ্জ থানাকে এফআইআর করার আদেশও দিয়েছেন।
কাদের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে ধরা হয়েছে লিখিত বক্তব্যে কোন ইঙ্গিত পাওয়া যায়নি, তবে উপস্থিত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাবেক এসপি মরহুম এরশাদ আলী চৌধুরীর ওয়ারিশগণ জানান, আজকে পরিচিতি তুলে ধরে সম্পত্তি আত্বসাতের ইঙ্গিত দেয়া হয়েছেমাত্র। আগামি সংবাদসম্মেলনের মাধ্যমে সম্পত্তি দখলদারদের মুখোশ অবশ্যই উন্মোচন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ভাষা সৈনিক মরহুম মকসুদ আহমেদ চৌধুরীর পুত্র আরিফ আহমদ চৌধুরী, রাবেয়া হক চৌধুরীর পুত্র ফরিদুল হক কাদরি, মরহুম ফারুক আহমেদ চৌধুরীর পুত্র আদিপ সুলতান চৌধুরী, মরহুম মিনা খনমের কন্যা সালেহা কামাল ও সেলিনা হাসান, মরহুম সুফিয়া হুদার কন্যা নাজনীন খান, সাবনীন হক, মাসুমা পারভিন হুদা, ইসমত জাহান হুদা ও তানজীম চৌধুরী প্রমুখ।