বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল আমন ধান বিনা ধান-১১ ও বিনা ধান- ১৭ এর চাষ পদ্ধতির উপর কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরিবর্তিত আবহাওয়া উপযোগী বিভিন্ন ফসল ও ফলের জাত উন্নয়ন কর্মসূচীর অর্থায়নে বিনা’র আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় বাবুগঞ্জের রহমতপুর বিনা উপকেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে বাবুগঞ্জ উজিরপুরের ১শত ৫০ জন কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন্নাহার এর সঞ্চালনায় এবং বিনা উপকেন্দ্র রহমতপুর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন পূর্ব আলচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শাইনুল আজম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তন বরিশাল এর উপপরিচালক হরিদাশ শিকারী বক্তব্য রাখেন বিনা উপকেন্দ্র রহমতপুর এর, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সোহেল রানা, ধান গবেশনা ইনস্টিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবু ছাইদ, উপজেলা কৃষি কর্মকর্তা মরিওম বেগম। বক্তারা জানান সাধারন বিনা ১১ ও বিনা ১৭ ধান চাষে সার খরচ কম উৎপাদন বেশি এবং বন্যার পানিতে এর কোন ক্ষতি হয় না ফলে কৃষকরা এ জাত চাষে লাভবান হবে। প্রশিক্ষন শেষে চাষিদের মাঝে ১০ কেজি করে বিনা আমন ১১ ও বিনা আমন ১৭ এর বীজ বিনা মূল্যে বিতরন করা হয়।