দেবহাটায় মাহেন্দ্র চাপায় ৪ বছরের শিশু নিহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশ মাহেন্দ্র ও মাহেন্দ্রর চালককে আটক করেছে। নিহত শিশুটির নাম নাসিমা (৪)। সে উপজেলার সুশীলগাতী গ্রামের আবদুর রহমান গাজীর মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার গরানবাড়িয়া গ্রামে শিশুটির নানার বাড়িতে তার মা মরিয়ম খাতুন (মানষিক ভারসাম্যহীন) বেড়াতে আসে। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে নিহত শিশুটির মা মরিয়ম খাতুন ও নিহত শিশুটি গরানবড়িয়া থেকে গাজীরহাটে যাওয়ার সময় নলতা থেকে কুলিয়া অভিমুখে যাওয়া একটি মাহেন্দ্র শিশুটিকে চাপা দেয়। এ সময় শিশুটি রাস্তার পাশে দোকানের সামনে ছিল। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এ ঘটনায় স্থানীয়রা মাহেন্দ্র চালক দেবহাটা উপজেলার উত্তর সখিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আইয়ুব আলীকে আটক করে রাখে। পরে দেবহাটা থানার এসআই মোস্তাফিজুর রহমানসহ পুলিশ যেয়ে চালক আইয়ুব আলী ও মাহেন্দ্রটিকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিহত শিশুটির চাচাতো মামা উপজেলার গরানবাড়িয়া গ্রামের মৃত আতর আলীর ছেলে ইউনুস আলী বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৪, তাং- ২৯-০৬-১৯ ইং। ধারা-২৭৯/৩০৪(খ) পেনাল কোড। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা শিশু নিহতের বিষয়টি স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ মামলার আসামীকে আদালতে প্রেরন করেছে বলে ওসি জানান।