বগুড়ায় সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক সহ ঘটনাস্থলে ২ জন নিহত ও আহত হয়েছে ২ জন। শুক্রবার ভোর রাতে সদরের সাবগ্রাম এলাকার বুজরুক বাড়ীয়া মোড় এলাকায় রাস্তার পাশে বিকল হওয়া একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ঢাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হল বগুড়ার শিবগঞ্জ উপজেলার পলাশবাড়ী গ্রামের বাসিন্দা সোনামিয়ার ছেলে আল আমিন(২৬) এবং শহরতলীর লাহিড়ীপাড়া এলাকার দীঘলকান্দি গ্রামের মোনায়েমের ছেলে বিপ্লব (১৮)। পুলিশ বলছে নিহত আল আমিন একজন সিএনজি চালক ।
বগুড়া সদরর ইন্সপেক্টর (তদ›ত) মোহা রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে শহরের ২য় বাইপাস সড়কের সাবগ্রাম বুজরুক বাড়ীয়া মোড় এলাকায় ঢাকাগামী একটি কাঁঠাল ভর্তি ট্রাক বিকল হয়ে পড়ে। পরে মিস্ত্রি ডেকে সারানোর সময় পেছন থেকে আসা একটি পাথর ভর্তি ট্রাক সেটিকে স্বজোরে ধাক্কা দেয় । এসময় ২টি ট্রাকই সেখানে উল্টে যায় । এসময় সেখানে থাকা সিএনজি চালক সহ এর ঘটনাস্থলেই ২জন নিহত ও আরো ২জন আহত হয়।তবে নিহত ও আহতরা কারা সে বিষয়টি ষ্পষ্ট নয় । এ ঘটনায় কেউ আটক নেই ।