কোপা আমেরিকার ২০২০ আসরের ফাইনাল হবে কলম্বিয়ায়। দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতার আগামি আসরের যৌথ আয়োজক কলম্বিয়া ও আর্জেন্টিনা। প্রতিযোগিতাটির ইতিহাসে এবারই প্রথম কোনো আসর হতে যাচ্ছে দুই দেশে।
ছয় বছরের মধ্যে এটি হবে কোপা আমেরিকার চতুর্থ আসর। দক্ষিণ আমেরিকার ১০টি দেশ ও আমন্ত্রিত দুটি দল নিয়ে হবে আগামি আসর। আগামীবারের দুই আমন্ত্রিত দল হলো কাতার ও অস্ট্রেলিয়া। বর্তমানে ব্রাজিলে চলতি আসরেও অংশ নিয়েছে আগামি বিশ্বকাপের স্বাগতিক দল কাতার।