বিশ্বকাপে ধীর গতির ব্যাটিংয়ের জন্য সমালোচনার মুখে পড়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। শচীন টেন্ডুলকার পর্যন্ত প্রশ্ন তুলেছেন তার ব্যাটিংয়ের ধরন নিয়ে। তবে সতীর্থের ব্যাটিংয়ের ধরনে সমর্থন আছে বিরাট কোহলির। ধোনির অভিজ্ঞতা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন ভারত অধিনায়ক।
আফগানিস্তানের বিপক্ষে ৫২ বলে ২৮ রান করেন ধোনি। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ধীর গতিতে শুরু করেন তিনি। ইনিংসের শেষ ওভারে দুটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬১ বলে ৫৬ রান করে। শেষ দিকের ব্যাটসম্যানদের নিয়ে দলের রান এগিয়ে নেওয়ার ক্ষমতা ধোনির আছে বলে জানান কোহলি।
“মাঠে কি করতে চায় তা সে খুব ভালো করে জানে। তার মতো একজন দলে থাকার সবচেয়ে ভালো দিকটা হলো, যখন আপনার অতিরিক্ত ১৫-২০ রানের দরকার হবে, সে খুব ভালো করে জানে কিভাবে টেলএন্ডারদের নিয়ে সেই রান করতে হয়।”
৩৪৬টি ওয়ানডে খেলা ধোনি কোনো পিচে কি ধরনের রান হতে পারে তা সবার চেয়ে ভালো জানেন বলে মনে করেন কোহলি।
“সে এমন একজন খেলোয়াড় যে মাঠে সবসময় দলকে বার্তা দেয় - ‘আমি মনে করি এই পিচে এটা আদর্শ স্কোর’ ৃ সে খেলাটা খুব ভালো বোঝে।”
“সে ক্রিকেটের একজন কিংবদন্তি। আমরা সবাই তা জানি। সে আমাদের জন্য অসাধারণ একটা কাজ করছে এবং আমি আশা করি যে সে এটা চালিয়ে যেতে পারবে।”
আগামী রোববার এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।