লাক্স চ্যানেল আই সুপারস্টার মিম মান্তাশা এবার একটি টেলিফিল্মে নাম ভূমিকায় অভিনয় করেছেন। টেলিফিল্মের নাম ‘পরী’। এটি নির্মাণ করেছেন শেখ রুনা। চ্যানেল আইতে আজ দুপুর ৩টা ৫ মিনিটে টেলিফিল্মটি প্রচার হবে বলে জানান শেখ রুনা। এতে নাম ভূমিকায় অভিনয় করা প্রসঙ্গে মিম মান্তাশা বলেন, শেখ রুনা আপার নির্দেশনায় এবারই প্রথম আমি অভিনয় করেছি। খুব গুছিয়ে তিনি কাজটি করার চেষ্টা করেছেন। পরী চরিত্রটি ফুটিয়ে তুলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। এখন বাকিটা নির্ভর করছে দর্শকের ওপর।
আমি কেমন করতে পেরেছি এটা ভালো বলতে পারবেন তারা। শেখ রুনা বলেন, ‘পরী’ চরিত্রে মিম মান্তাশা তার সাধ্যমতো ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তানিয়া আহমেদের গল্পে টেলিফিল্মটি রচনা করেছেন দয়াল সাহা।