এ সময়ে সিনেমা নিয়েই ব্যস্ত সময় পার করছেন শিরিন শিলা। এরইমধ্যে এ অভিনেত্রী শেষ করেছেন সাদেক সিদ্দিকীর নির্দেশনায় ‘সাহসী যোদ্ধা’ সিনেমার কাজ। এটি মূলত লেডি অ্যাকশন নির্ভর একটি সিনেমা। এবারই প্রথম শিলা এই ধরনের সিনেমায় অভিনয় করেছেন। এতে তার নায়ক ইমন। আরো অভিনয় করেছেন আমিন খান, পপি প্রমুখ। এদিকে শিরিন শিলা বর্তমানে ব্যস্ত অপূর্ব রানার ‘দরদ’ সিনেমা নিয়ে। এতে তিনি প্রথমবারের মতো একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন।
এ ছাড়াও শিলা অভিনয় করছেন ছটকু আহমেদের ‘এক কোটি টাকা’, মো. আসলামের ‘আমার সিদ্ধান্ত’ ছবিগুলোতে। আর শিগগিরই অভিনয় করতে যাচ্ছেন ‘ভেলকিবাজি’ নামের একটি সিনেমায়। এটি নির্মাণ করবেন মাসুম বাবুল।