প্রথমবারের মতো ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস ‘গন কেইস’ শিরোনামের সাত পর্বের একটি ওয়েব সিরিজ নির্মাণ করলেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। এ ছাড়া আরো আছেন ইয়াশ রোহান, নূরে আলম নয়ন, ইকবাল, আদনান অদীব খান, সাইফ ইমাম, ওহি, কৃতিকা। ওয়েব প্ল্যাটফরম বায়োস্কোপ অ্যাপে এই ওয়েব সিরিজটি দেখা যাবে। নির্মাতা জানান, সাত পর্বই একসঙ্গে বায়োস্কপে মুক্তি পাবে। প্রতি পর্বের দৈর্ঘ্য ২০ মিনিট। একটি মেয়ে ও একটি ছেলের ব্রেকআপ, ব্ল্যাকমেইল ও প্রতিশোধ নিয়ে ওয়েব সিরিজ ‘গন কেইস’-এর গল্প। এটি প্রযোজনা করেছে বঙ্গ।
সাফা কবির বলেন, এই ওয়েব সিরিজের গল্পটি বেশ ভিন্ন বলতে পারি। আমার চরিত্রেও দর্শকরা নতুনত্ব পাবে। পুরো সিরিজে দর্শকরা একটি দৃশ্যের পর আর একটিতে কি হচ্ছে তা দেখার অপেক্ষায় থাকবে।