এবার ধর্ষণের অভিযোগ দায়ের হল অভিনেতা ও প্রযোজক আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে। এক অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তার নামে এফআইআর করে মুম্বইয়ের ভারসোভা থানার পুলিশ। অভিযুক্ত অভিনেতার নামে ভারতীয় দ-বিধির ৩৭৬, ৩২৮, ৩৮৪, ৩৪১, ৩৪২, ৩২৩ ও ৫০ ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই অভিনেত্রী দাবি করেন, বেশ কয়েকবছর আগে তাকে বেশ কয়েক বার ধর্ষণ করেছে আদিত্য। এ বিষয়ে সম্প্রতি অভিযুক্ত অভিনেতার নামে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। অতীতেও এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন ওই অভিনেত্রী। তখন দাবি করেছিলেন, ১৭ বছর বয়সে প্রথম তাকে ধর্ষণ করে আদিত্য। এই ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন তিনি।
কিন্তু, আদিত্যকে শুধু হুঁশিয়ারি দিয়েই ছেড়ে দেওয়া হয়। ধর্ষণের মতো গুরুতর অপরাধের পরেও তার নামে কোনও এফআইআর দায়ের করা হয়নি। এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। তবে ১০ বছর আগে ঘটে যাওয়া ঘটনার প্রমাণ কীভাবে জোগাড় করা হবে তা নিয়ে আলোচনা চলছে। উপযুক্ত তথ্যপ্রমাণ না পাওয়া গেলে ধর্ষণের অভিযোগ প্রমাণ করা খুবই সমস্যার কাজ। তবে পুলিশের তরফ থেকে সবরকম চেষ্টা করা হচ্ছে।