চ্যানেল আইয়ের সিনিয়র প্রযোজক ও উপস্থাপিকা পুনম প্রিয়াম বর্তমানে লন্ডন সফরে রয়েছেন। লন্ডনের বাঙালি বৈশাখি উৎসবে অংশ নিতেই তার এবারের সফর। টাওয়ার হেমলেটস কাউন্সিল আয়োজিত ‘বৈশাখি মেলা’ শীর্ষক এ অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন পুনম। অনুষ্ঠানটি হবে ৩০শে জুন টাওয়ার হেমলেটসের ওয়েভার ফিল্ডসে। এখানে ইমরান, বেলি আফরোজসহ বেশ কজন বাংলাদেশের শিল্পীও গান পরিবেশন করবেন। এর বাইরে লন্ডনের আরো বেশ কিছু শোতেও পারফর্ম করবেন পুনম। এদিকে তার লিখা গ্রুমিংয়ের একটি বইও প্রকাশ হবে শিগগিরই। এ বইটির মোড়ক উন্মোচনও হবে লন্ডনে।
বর্তমানে চ্যানেল আইয়ে ‘রূপান্তর’ শীর্ষক জনপ্রিয় অনুষ্ঠানটির উপস্থাপনা করছেন পুনম প্রিয়াম। খুব শিগগিরই একই চ্যানেলে আরো দুটি ভিন্নধর্মী অনুষ্ঠান শুরু করতে যাচ্ছেন তিনি। নিজের কাজের স্বিকৃতিস্বরুপ আসছে আগষ্টে মিডিয়া পার্সোনালিটি অ্যাওয়ার্ড পাচ্ছেন তিনি কলকাতা থেকে।