মুলাদী উপজেলা দ্বিতীয় বৃহত্তম খাসেরহাট বন্দরে রাস্তা বন্ধ করে দোকান নির্মাণের প্রতিবাদে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ধর্মঘট করেছেন ব্যবসায়ীরা। খাসেরহাট বন্দরের গো-হাটের রাস্তা বন্ধ করে দোকান নির্মানের প্রতিবাদে গতকাল শুক্রবার হাটের দিনে ব্যবসায়ীরা তাদের দোকান-পাট বন্ধ করে ধর্মঘট করেন। এসময় বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা নির্মানাধীন দোকানটি ফেলে দিয়ে অপসারণের দাবী জানায়। জানাগেছে উপজেলার কাজিরচর ইউনিয়নের উত্তর কাজিরচর গ্রামের মৃত খবির আকনের ছেলে সেন্টু আকন গত বুধবার সকালে খাসেরহাট বন্দরের গরুর হাটে চলাচলের রাস্তা বন্ধ করে দোকান নির্মাণ শুরু করে। ওই সময়ে ব্যবসায়ীরা তাকে রাস্তা বন্ধ করে দোকান নির্মাণে নিষেধ করেন। কিন্তু সেন্টু আকন ব্যবসায়ীদের অনুরোধ উপেক্ষা করে দোকান ঘর নির্মাণ করেন এতে গো-হাটে যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়। গতকাল শুক্রবার সকালে ব্যবসায়ীরা বাজারে এসে রাস্তা বন্ধ দেখে ক্ষিপ্ত হয় এবং নিজেদের দোকান-পাট বন্ধ করে ধর্মঘট শুরু করে এবং একপর্যায়ে সেন্টু আকনের দোকানটি ঠেলে উল্টে ফেলে দেয়। এব্যাপারে খাসেরহাট বন্দর কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পালোয়ান জানান ডিসিআরের দোহাই দিয়ে সেন্টু আকন সরকারি জমিতে অবৈধ ভাবে দোকান নির্মাণের চেষ্টা চালাচ্ছেন। সেন্টু আকন জানান খাসেরহাট বন্দরের টল ঘরের সাথে খালি জমি থাকায় ইউনিয়ন ভূমি অফিস থেকে তা বরাদ্দ নিয়ে দোকান ঘর নির্মাণ করেছি। কাজিরচর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা বিপ্লব জানান বন্দরের চলাচলের রাস্তার জমি কাউকে ডিসিআরের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়নি। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান কোনো অবস্থাতেই রাস্তার সরকারি জমি কাউকে বরাদ্দ দেওয়া যায় না। কেউ দাবী করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।