দিনাজপুর শহরের এক ড্রেন থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে দিনাজপুর শহরের বড়বন্দর এলাকার ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে ড্রেন থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তবে এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।