রাজশাহীর বাঘায় মায়ের বয়স্ক ভাতার টাকা ফেরত চাওয়ায় মাহাবুল ইসলাম নামের এক যুবককে পিটালেন আড়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম হাইড্রোজ। এ ঘটনায় যুবলীগ নেতার বিরুদ্ধে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঝিনা রেলগেট এলাকায়। তবে যুবলীগ নেতাকেও মারপিট ও হত্যার হুমকি দেয়া হয়েছে বলে থানায় আরেকটি অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আড়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম হাইড্রোজ ঝিনা মিস্ত্রপাড়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী শুকুর জান বেগমকে বয়স্কভাতার কার্ড করে দেযার নাম করে ৪ হাজার টাকা নেয়। পরে কার্ড করে না দেয়ায় শুকুর জান বেগমের ছেলে মাহাবুল ইসলাম টাকা ফেরত চায়। এ টাকা ফেরত দিতে না চাইলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাহাবুল ইসলামকে মারপিট করে আড়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম হাইড্রোজ। পরে ঝিনা রেলগেটের মানুষ একত্র হয়ে যুবলীগ সভাপতিতে গণধোলাই দেয়া হয়েছে বলে জানান আড়ানী ইউনিয়নের মেম্বর ও ঝিনা গ্রামের মাসুদ রানা। তবে আড়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম হাইড্রোজকে হত্যার হুমকি দেয়া হয়েছে মর্মে তিনিও বাদি হয়ে মাহাবুল ইসলামকে অভিযুক্ত করে বাঘা থানায় আরেকটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে আড়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম হাইড্রোজ বলেন, গত উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থকরা আমাকে মারপিট করে। এর জের ধরে মাহাবুল ইসলাম আমাকে মারপিট ও হত্যার হুমকি দেয়। ফলে আমি বাদি হয়ে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এ ছাড়া রাজনৈতিক প্রতিহিংসায় আমার সুনাম ক্ষুন্ন করার জন্য কতিপয় নিজ দলীয় ব্যাক্তিরা আমার বিরুদ্ধে সড়যন্ত্র করে যাচ্ছে।
শুকুর জান বেগম বলেন, আমরা অতিদরিদ্র মানুষ। দিন এনে দিন খায়। আমার বয়স্কভাতার কার্ড করে দেয়ার নাম করে টাকা নেয় হাইড্রোজ। এ টাকা ফেরত আনতে গেলে আমার ছেলেকে মারপিট করে। পরে ঝিনা এলাকার লোকজন একত্র হয়ে তাকেও গণধোলায় দিয়েছে। তাতে আমি খুশি হয়েছি। হাইড্রোজ আমার ছেলে নামে থানায় অভিযোগ করায় আমার স্বামীও হাইড্রোজের নামে থানায় অভিযোগ করেছে।
আড়ানী ইউনিয়ন চেযারম্যান প্রভাষক রফিকুল ইসলাম বলেন, ঝিনা এলাকায় একটি মারামারির ঘটনা ঘটেছে শুনেছি। কি নিয়ে মারামারি এটা আমার জানা নেই। তবে উভয়ে থানায় লিখিত অভিযোগ করেছে শুনেছি।
বাঘা থানার কর্মকর্তা ইনচার্জ মহসীন আলী বলেন, ঝিনা এলাকা থেকে দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।