কিশোরগঞ্জের অন্যতম সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসরের ৫৫৬তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) সকালে জেলা শহরের থানা মার্কেটের মডার্ণ ডেন্টালে এই সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বিআরডিবির সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন।
ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো. রেজাউল হাবীব রেজার পরিচালনায় আলোচনায় অংশ নেন ভোরের আলো সাহিত্য আসরের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল হক সাদী, উপদেষ্টা মো. শফিউল আলম, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী নিরব রিপন,সহ সাংগঠনিক সম্পাদক রেহান উদ্দিন রেহান, সহ প্রচার সম্পাদক জহিরুল হাসান রুবেল,শিল্পী মাজহারুল ইসলাম, কবি জাবের, তোফায়েল আহমেদ, শিল্পী রীমা আক্তার, শাহীন মিয়া প্রমুখ।
সভায় উপস্থিত কবি-সাহিত্যিকগণ কবিতা আবৃত্তি ও লেখা পাঠ করেন এবং শিল্পীরা সংগীত পরিবেশন করেন।