শুক্রবার সকাল ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাবনার সাঁথিয়া উপজেলাধীন বেঙ্গলমিট নামক স্থানে ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মটর সাইকেল আরোহী বগুড়া জেলার পল্লী মঙ্গল গ্রামের আব্দুল খালেকের ছেলে বিপ্লব হোসেন (৩৭)।
জানা যায়, শুক্রবার সকাল ১০ টার দিকে সাঁথিয়ার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বেঙ্গল মিট নামক স্থানে বগুড়া গামী ট্রাকের সাথে (যার নং ঢাকা মেট্রো-ট-২০৬১১৩) কাশিনাথপুর গামী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই মোটর সাইকেল আরোহী বিপ্লব হোসেন(৩৭) নিহত হয়। বিপ্লব সাঁথিয়া উপজেলাধীন কাশিনাথপুর এলাকায় একটি ঔষধের দোকানে কর্মরত ছিল।
এ ব্যাপারে কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন হোসেন জানান, নিহত বিপ্লব ও অন্য এক ব্যক্তি দুটি মটর সাইকেলে নিজেরা কথা বলে বাইক চালাচ্ছিল। হঠাৎ করেই একটি মটর সাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে । এ ব্যাপারে নিয়মিত মামলা হবে বলে জানান, ফাড়ির ইনচার্জ আব্দুল খালেক।