বগুড়ায় এবার হিন্দী সিনেমা স্টাইলে বোরখা পরিহিতা সশস্ত্র সন্ত্রাসীরা মোটর সাইকেল আরোহী শাহিনূর রহমান ওরফে টম্পি হাজী(৪৭) নামের এক ব্যবসায়ীকে কুপিয়েছে । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে শহরের বিসিক এলাকায়। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আংকাজনক । এ ঘটনায় সন্হেভাজন একজনকে আটক করা হলেও - পুলিশ ঘটনা নিশ্চিত করেনি । আহত শাহিনূর রহমান ওরফে টম্পি হাজী সদরের চাঁনপুর এলাকার মৃত খোরশেদ আলীর পুত্র ।
স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পোনে ১১টার দিকে বোরখা পরিহীত অবস্থায় কয়েকজন সশস্ত্র যুবক একটি সিএনজি অটোতে করে মাটিডালী মোড় এলাকা থেকে শহরমুখী একজন মোটর সাইকেল আরোহীর পিছু নেয়-
এর কিছু পর ওই মোটর সাইকেল আরোহী আটাপাড়া বিসিক শিল্প নগরী এলাকার শাপলা ক্লিনিক ও ফিলিং ষ্টেশনের সামনে পৌছলে পিছু নেয়া সিএনজিটি ওই মোটর সাইকেলের গতীরোধ করে
এসময় ৪/৫জন বোরখা পরিহিত অস্ত্র ধারী যুবক অটো থেকে নেমে এসে মোটর সাইকেল আরোহী সাহিনুর রহমান ওরফে টম্পি হাজীকে এলোপাথারী ভাবে কোপায় । এর তারা টম্পিকে মৃত ভেবে ফেলে রেখে যায় । স্থানীয়রা এসময় তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া শজিমেক হাসপাতালে এবং পরে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়।
এবিষয়ে ঘটনার বিষয়ে জানতে রাতে বিসিক ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার আংশিক সত্যতা নিশ্চিত করে বলেন, একজনকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়া হয়েছে বলে তিনি জেনেছেন । তিনি আরো বলেন, পূর্ব শত্রুতার জের নিয়ে এমনটি ঘটে থাকতে পারে বলে তিনি জেনেছেন । তবে তিনি আটকের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, আহত যুবকের নাম পরিচয় বিস্তারিত তিনি জানেন না বলে জানান।
এ বিষয়ে ছিলিমপুর (শজিমেক)হাসপাতাল ফাঁড়ীর এসআই আজিজ মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান , শাহিনূর রহমান ওরফে টম্পি হাজীকে কেবা কাহারা উপুর্যুপরি ভাবে কুপিয়ে ফেলে রেখে যাওয়া তাকে প্রথমে শজিমেক হাসপাতালে এবং পরে রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে ঘটনা সমপর্কে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা নিশ্চিত করে বলেন ,পূর্ব শত্রুতার জের নিয়ে টম্পির উপর হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে তারা নিশ্চিত হয়েছেন।