একাদশ শ্রেনীতে ভর্তি হতে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বৃহস্পতিবার দিনভর ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের কঠোর আন্দোলনের মুখে শেষপর্যন্ত ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বাতিল করতে বাধ্য হয়েছে কলেজ কর্তৃপক্ষ। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার শিকারপুর সরকারী শেরে বাংলা ডিগ্রী কলেজের।
শুক্রবার সকালে কলেজে ভর্তি হতে আসা একাধিক নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানান, বৃহস্পতিবার কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ ২৪৫০ টাকা নির্ধারণ করে ভর্তি শুরু করেন। বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পরলে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি শাকিল মাহামুদ আউয়াল খানের নেতৃত্বে অন্যান্য ছাত্রনেতা ও শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে অতিরিক্ত ফি নিয়ে শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করে দিয়ে কলেজ অধ্যক্ষসহ অন্যান্যদের অবরুদ্ধ করে রাখা হয়। দিনভরের বিক্ষোভের পর ওইদিন সন্ধ্যায় কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয়ে অতিরিক্ত ভর্তি ফি বাদ দিয়ে প্রতিজন শিক্ষার্থীর কাছ থেকে মাত্র এক হাজার টাকা করে নির্ধারণ করেন। সে হিসেবে শুক্রবার সকাল থেকে ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে।
এ বিষয়ে শিকারপুর সরকারী শেরে বাংলা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শাকিল মাহামুদ আউয়াল খান জানান, সাধারণ ছাত্র-ছাত্রীদের স্বার্থ রক্ষার আন্দোলনে একাদশ শ্রেণীতে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি বাতিল করতে বাধ্য হয়ে কলেজ কর্তৃপক্ষ। তীব্র আন্দোলনের মুখে তারা (কলেজ কর্তৃপক্ষ) সরকারী ফি এক হাজার টাকা করে নেয়ার ঘোষণা দিয়েছেন। একইসাথে যেসব শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি গ্রহণ করা হয়েছিলো তাদের টাকাও ফিরিয়ে দেয়া হয়েছে।