যশোরের শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়া পৌরসভার ২০১৯- ২০২০ অর্থ বছরের জন্য প্রস্তাবিত ১শত ১০ কোটি ৫৬লাখ ৫২হাজার ৩শ’ ৩০ টাকা ৪৫ পয়সা প্রস্তাবিত বাজেট সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষনা করা হয়েছে।
বৃহস্প্রতিবার বিকালে নওয়াপাড়া পৌরসভা হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষনা করেন পৌরসভার সুযোগ্য মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। ২০১৯-২০২০ অর্থ বছরের রাজস্ব আয় ধরা হয়েছে মোট ১শত ১০ কোটি ৫৬লাখ ৫২হাজার ৩শ’ ৩০ টাকা ৪৫ পয়সা আয় হিসাবে এবং ১শত ১০ কোটি ২লাখ ৬০হাজার ৪শ’ টাকা ব্যয় হিসাবে ধরা হয়েছে। উদ্বৃত্ত বাজেট হিসাবে ধরা হয়েছে ৫৩লাখ ৯১হাজার ৯শ’ ৩০টাকা ৪৫ পয়সা। বাজেট ঘোষনা শেষে নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত বলেন, পৌর এলাকার চেঙ্গুটিয়া থেকে রাজঘাট পর্যন্ত হোটেল রেষ্টুরেন্ট ও পৌরবাসীর মাঝে জারের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবারহ করা হবে। পৌরএলাকার সেফটি ট্যেংকির ময়লা পরিস্কারের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, পৌরবাসীর বাড়ীঘরের জমাকৃত ময়লা আবর্জনা বালতির মাধ্যমে ফেলানোর হবে যা পৌর এলাকার ৪,৫,৬ নং ওয়ার্ড থেকে শুরু করা হবে। এবং পানিরস্তর নেমে যাওয়ার কারণে পৌর এলাকায় বিনা অনুমতিতে গভির নলকুপ বসনো যাবেনা। এ সময় আরও বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, সিনিয়ার সাংবাদীক সুনিল দাস প্রমূখ। এ সময় গনমাধ্যম কর্মীরা ও পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।