দিনাজপুরের ফুলবাড়ীতে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত এবং একজন মারাত্মকভাবে আহত হয়েছেন।
গতকাল বুধবার বিকেল ৪টার দিকে ফুলবাড়ী পৌর এলাকার চাঁদপাড়া কালভার্ট সংলগ্ন স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শক্ষক জালাল উদ্দিন (৫৫) ফুলবাড়ীতে চকিয়াপাড়া আদমপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে এবং মেহেদি (২০) দক্ষিণ কৃষ্টপুর গ্রমের মোশারফের ছেলে।
মটরসাইকেলের অপর আরোহী ফেরদৌসি আরা (৪৫)কে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রাসহ ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম জানান, ফুলবাড়ীর দাদুল চকিয়াপাড়া উচ্চ বিল্যালয়ের শরীর চর্চা শিক্ষক জালাল উদ্দিন (৫৫) ও তার স্ত্রী আদমপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেরদৌসি আরা স্কুল ছুটির পর একটি মটরসাইকেল যোগে ফুলবাড়ী আসার পথে ওই স্থানে বিপরীত দিক থেকে আসা মটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জালাল উদ্দিন এর মৃত্যু হয় এবং অপর মটরসাইকেল চালক মেহেদি (২০)কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যুবরণ করেন। মটরসাইকেলের অপর আরোহী ফেরদৌসি আরা (৪৫)কে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।