সুস্থ মানসিক বিকাশের জন্য খেলাধুলামূখী করতেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরাতন শিশু পার্কের আধুনিকরণ ও সংস্কার করা হয়েছে।
বিশ^বিদ্যালয়ের প্রকৌশল শাখার তত্ত্বাবধানে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা তৈরি, গ্রিল লাগানো, শিশুদের বিভিন্ন রাইডার ক্রয়, বসারস্থানসহ বিভিন্ন কাজের সংস্কার করা হয়।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় আধুনিকরণ ও সংস্কারকৃত এ শিশু পার্কের শুভ উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।
শিশু পার্কের উদ্বোধনকালে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, “বর্তমান সময়ে শিশুরা অত্যধিক মাত্রায় প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে। প্রযুক্তির এ নেশা থেকে তাদের সুস্থমানসিক বিকাশের জন্য খেলাধুলামূখী হওয়া অত্যান্ত জরুরি। তিনি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য পার্কে এসে খেলাধুলা করার এবং একই সঙ্গে তিনি সকলকে এ পার্কের সৌন্দর্য্য বজায় রাখার আহবান জানান।
এসময় বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, ও শিশুরা উপস্থিত ছিলেন।