ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি শেয়ার করায় ফরিদপুরের মধুখালীতে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যার দিকে মধুখালী রেল স্টেশন সড়কে অবস্থিত খাদ্য গুদামের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মধুখালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে মধুখালী থানায়। গ্রেপ্তার হওয়া ওই বিএনপি নেতার নাম কণক হাসান বিশ্বাস ওরফে মাসুদ (৪২)। তিনি মধুখালী পৌরসভার গাড়াখোলা মহল্লার মৃত আলতাফ বিশ্বাসের ছেলে। তিনি বিবাহিত এবং দুই মেয়ের বাবা। তিনি একজন ব্যবসায়ী ও একটি করাত কলের মালিক।
উপজেলা বিএনপি সুত্রে জানা গেছে, কণক হাসান বিশ্বাস মধুখালী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি। তিনি মধুখালীতে অবস্থিত সরকারি আয়েনউদ্দিন কলেজের ছাত্র-ছাত্রী সংসদে ছাত্রদল মনোনীত পরিষদ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
মধুখালী থানার পুলিশ সুত্রে জানা যায়, সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত করা ছবিসহ একটি পোস্ট তিনি তার ফেসবুক আইডিতে শেয়ার করেছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এই থানার এসআই মাহবুল করিম বাদী হয়ে কণক হাসান বিশ্বাসকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার প্রেক্ষিতে কণক হাসানকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার দুপুরে জেলার মূখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।